logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৬
লতা মঙ্গেশকর চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

লতা মঙ্গেশকর চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

তলা মঙ্গেশকর

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
রোববার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
 
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি আরো উল্লেখ করেন, লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
 
শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার সকালে মারা গেছেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
 
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রোববার সকালে তিনি প্রয়াত হন।