logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:১৯
লতা মঙ্গেশকরের শূন্যতা পূরণ হওয়ার নয়: মোদি
নিজস্ব প্রতিবেদক

লতা মঙ্গেশকরের শূন্যতা পূরণ হওয়ার নয়: মোদি

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে লিখেছেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি সম্মান বলে মনে করি।’

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একাধিক টুইটে শোক জানিয়ে মোদি বলেছেন, ‘তার মৃত্যুতে সংস্কৃতি জগতে এক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা কখনো পূরণ হবে না।’

রোববার সকালে ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এক টুইটে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘আমার ব্যথা ভাষায় প্রকাশ করা যাবে না। দয়ালু ও যত্মশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি একটি শূন্যতা তৈরি করে গেলেন, যা পূরণ হওয়ার নয়। ভবিষ্যত প্রজন্ম তাকে স্মরণ করবে ভারতীয় সংস্কৃতির একজন বলিষ্ঠ যোদ্ধা হিসেবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার মোহনীয় ক্ষমতা ছিল।’

আরেক টুইটে মোদি লিখেছেন, ‘লতা দিদির গানে প্রকাশিত হয়েছে নানান আবেগ। কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন তিনি। চলচ্চিত্রের বাইরে তিনি সবসময় ভারতের অগ্রগতির প্রতি উৎসাহী ছিলেন। তিনি সবসময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছেন।’

প্রধানমন্ত্রী আরো লিখেছেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি দেশবাসীসহ শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’

খবর এনডিটিভি ও আনন্দবাজারের।