logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১৪
একের পর এক বিধ্বংসী ঝড়ের শঙ্কা বঙ্গোপসাগরে
অনলাইন ডেস্ক

একের পর এক বিধ্বংসী ঝড়ের শঙ্কা বঙ্গোপসাগরে

প্রতিবেদনে বলা হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে সাগরে বড় বড় ঢেউ বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকূল এলাকা।

জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়েই চরম আবহাওয়াসহ নানা বিপদ ডেকে আনছে। একই কারণে বিপদ বাড়ছে সাগর উপকূল অঞ্চলেও। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উত্তাল হবে উপকূল এলাকা। বাড়বে সমুদ্র-স্তর। একের পর এক বিধ্বংসী ঝড় আছড়ে পড়বে উপকূল এলাকাগুলোতে। মূলত বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এ ধরণের বিপদ দেখা দেবে। 

সম্প্রতি ‘ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে একটি জার্নালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের বিপদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন ভারতের খড়গপুর আইআইটির একদল গবেষক।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে সাগরে বড় বড় ঢেউ বাড়তে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকূল এলাকা। সমুদ্রের নোনা পানি স্থলভাগে ঢুকে মিশবে ভূগর্ভস্থ পানির সঙ্গে। এতে অনুর্বর হবে খেতের জমি, নষ্ট হবে প্রচুর ফসল। অর্থাৎ, ক্ষতিকর প্রভাব সরাসরি পড়বে মানুষের আর্থ-সামাজিক জীবনে।

গবেষকরা বলছেন, মূলত জুন-জুলাই-আগস্ট এবং সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে ঝোড়ো হাওয়া এবং বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে। দক্ষিণ ভারত মহাসাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে অন্তত এক মিটার।

গবেষকদের দাবি, গত শতাব্দীর প্রবণতা থেকে বলা যায়, ঝড়ের দাপট বাড়বে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। উত্তর ভারত মহাসাগর, উত্তর-পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা প্রায় ০.৪ মিটার বেড়ে যেতে পারে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও বেড়ে যাবে। সূত্র: আনন্দবাজার।