logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:১৫
জাপানে বাংলাদেশিদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমল
কূটনৈতিক প্রতিবেদক

জাপানে বাংলাদেশিদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমল

জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি- ভোরের আকাশ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন করেছে দেশটি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, জাপানে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন নির্ধারণ করা হয়েছে। জাপানে প্রবেশের পর প্রথম তিন দিন সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টাইনের জন্য বাধ্যতামূলক অবস্থান করতে হবে।

তৃতীয় দিন শেষে পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলে সাত দিন কোয়ারেন্টাইনের অবশিষ্ট সময় নিজ বাসস্থানে অবস্থান করতে পারবেন বাংলাদেশিরা। এ সময় অবশ্যই ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে হবে। টিকার সনদ থাকলেও সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।