নেত্রকোনা পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ার একটি জঙ্গলের পাশ থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে শিশুর কান্না শুনতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে ওই নবজাতককে উদ্ধার করে।
শিশুটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।
সোমবার বিকালে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, জঙ্গলের পাশে নবজাতকটির কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
ওসি আরো বলেন, আমরা শিশুটির সঠিক পরিচয় উদ্ধারে কাজ করছি। এছাড়া কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা কোনো তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এদিকে নবজাতক উদ্ধারের সংবাদ পেয়ে অনেকেই শিশুটিকে দত্তক নিতে থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করছেন। এ বিষয়ে ওসি শাকের আহমেদে বলেন, দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। এ সংক্রান্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দত্তক গ্রহণে আগ্রহীদের আদালতের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি।