logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৮
পরীমনির জন্য বন্ধ ‘প্রীতিলতার’ কাজ

পরীমনির জন্য বন্ধ ‘প্রীতিলতার’ কাজ

কিছুদিন আগেই জানা গেল, পরীমনি মা হতে চলেছেন। ফলে আপাতত শুটিং নয়। আগামী এক বছর তিনি অনাগত সন্তানের জন্য সব ধরনের কাজ থেকে বিরতি নিচ্ছেন। বন্ধ থাকবে সব ছবির শুটিং।
ফলে চুক্তিবদ্ধ সিনেমার পরিচালকের চিন্তার শেষ নেই।

এদিকে চিন্তায় পড়েছিলেন তরুণ পরিচালক রাশিদ পলাশ। কেননা বন্ধ রাখতে হচ্ছে বহুল আলোচিত ‘প্রীতিলতা’ ছবির কাজ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন পরীমনি। ফলে আপাতত এ সিনেমার শুটিং বন্ধ। রশিদ পলাম মনোযোগ দিয়েছেন অন্য সিনেমার শুটিং নিয়ে।


রাশিদ পলাশের নতুন ছবি ‘ময়ূরাক্ষী’। ১ ফেব্রুয়ারি এফডিসির বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয় ‘ময়ূরাক্ষী’ ছবির। প্রথম দিনের শুটিং শেষে হাসিমুখে নায়িকা ইয়ামিন হক ববি বললেন, দু’বছর পর এফডিসিতে ক্যামেরার সামনে দাঁড়ালাম। করোনার কারণে সব বন্ধ ছিল। খুব ভালো লাগছে।


‘প্রীতিলতা’র মতো ঐতিহাসিক ছবি নয়, ‘ময়ূরাক্ষী’ এই সময়েরই গল্প। কাহিনির পেছনে কিছুটা সত্যও জড়িয়ে আছে। বাংলাদেশের একটি বিমান ছিনতাইয়ের প্রসঙ্গ ওঠে এসেছে ছবিতে। এ বিষয়ে পরিচালক রাশিদ পলাশ ভারতীয় এক গণমাধ্যমে বলেন, বিমানের একটা গল্প আছে সিনেমায়। তবে পুরোপুরি বিমান ছিনতাই ঘটনা অবলম্বনে নয় ‘ময়ূরাক্ষী’।


তিনি আরও বলেন, আমার কাছে সিনেমা মানে কখনোই শুধু বিনোদন নয়। এটা একটা মাধ্যম, যাতে মানুষের কাছে সহজে যাওয়া যায়। সুতরাং আমার কাছে একটা সুযোগ আছে একটা নতুন কিছু বলার। এবার আমরা শোবিজের একটা না-দেখা গল্প দেখব ময়ূরের চোখে।