logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:১৯
পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

আসন্ন পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়া ১৮ সদেস্যর দল ঘোষণা করেছে। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করেছেন। তা সত্ত্বে ঘোষিত দলে রয়েছে বেশ চমক। ইনজুরিমুক্ত হয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড।

ইনজুরির কারণে অ্যাশেজের শেষ ম্যাচে খেলেননি জশ হ্যাজেলউড। তা ছাড়া দলে রয়েছেন মার্ক হ্যারিস। অতিরিক্ত ওপেনিং ব্যাটার হিসেবে দলে রয়েছেন তিনি। এ ছাড়া মিচেল মার্শ দ্বিতীয় অলরাউন্ডার এবং জস ইঙ্গলিস অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে পাকিস্তান সফরে আসছেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও হ্যাজেলউডের পাশাপাশি পঞ্চম সেপার হিসেবে দলে থাকছেন মাইকেল নেসের।

গত শনিবার জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করায় এ সফরে অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্বে থাকবেন অ্যান্ড্রিই ম্যাকডোনাল্ড। জাতীয় নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণার পর বলেন, ১৯৯৮ সালের পর আর অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে যায়নি। ফলে পাকিস্তানে কোনো ধরনের পরিবেশে খেলা হবে, সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারের এশিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড মাত্র একটা টেস্ট খেলেছেন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলেছেন তারা। মার্ক হ্যারিস ও ক্যামেরন গ্রিন এশিয়ার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেননি। এ ছাড়া গ্রিনের এটা হবে প্রথম বিদেশ সফর। অ্যালেক্স ক্যারে ভারতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে একটা মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তবে সাদা বলের ক্রিকেটে তার এশিয়াতে খেলার অভিযোগ রয়েছে।

দল : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্ক হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিডস হেড, জস ইঙ্গলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিও, মিচেল মার্শ, মাইকেল নেসের, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।