কুমিল্লার মনোহরগঞ্জের কৃষক অযি উল্লাহকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল করিম।
তিনি বলেন, হত্যার অভিযোগে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করলে আমি তা গ্রহণ করি।
আসামিরা হলেন, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দীন ও তার ভাই সালেহ আহাম্মদ, একই ইউনিয়নের মড়হ গ্রামের মো. রাজু, মো. ফারুক, মো. মহিন উদ্দীন, মো. সাব্বির, মো. আব্দুল হালিম ও মো. হেলাল। আসামিদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
এর আগে সোমবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে জমি দখল করে রাস্তা নির্মাণের সময় বাধা দেওয়ায় অযি উল্লাহকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে।