যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে এক বাংলাদেশি প্রবাসীকে মাথায় গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মোদাচ্ছের খন্দকার। বুধবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টার পরে ব্রুকলিনের সাইপ্রেস হিলে এ ঘটনা ঘটে।
ব্রুকলিনের স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১২টার পরে ব্রুকলিনের সাইপ্রেস হিল এলাকায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে। সেখানে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ফুটপাতে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পায়। তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানিয়েছে, তার নাম মোদাচ্ছের খন্দকার। বয়স ৩৬ বছর। অজ্ঞাত বন্দুকধারীরা তাকে তার বাসার ঠিক বাইরে গুলি করে।
এদিকে, স্থানীয় আরেক বাংলাদেশি খায়রুল ইসলাম খোকন গণমাধ্যমকে জানিয়েছেন, জে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন মোদাচ্ছের। সেখান থেকে কাজ শেষে নিজস্ব প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন তিনি। বাসার ঠিক সামনে ছিনতাইকারীরা তার গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে তার মাথায় গুলি করে বন্দুকধারীরা।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত: নিউ ইয়র্ক শহরের চারপাশে ইদানিং প্রচুর সহিংস ঘটনা ঘটছে। এরমধ্যে গত এক মাসে অনেকে গুলিতে প্রাণ হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন সাত জন পুলিশ।
সূত্র: এবিসি নিউজ