logo
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৪৭
‘মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগের মতোই অপতৎপরতা চলছে’
কূটনৈতিক প্রতিবেদক

‘মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগের মতোই অপতৎপরতা চলছে’

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৃহস্পতিবার বায়ার একাংশের সংবাদ সম্মেলন। ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে একটি চক্র আগের মতোই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জনশক্তি রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি নূর আলী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর দিকনির্দেশনা থাকা সত্ত্বেও মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল আগের মতোই দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

‘এই অপতৎপরতার অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আমিনুর ও বাংলাদেশ থেকে রুহুল আমিনের নেতৃত্বাধীন ২৫ সদস্যের সিন্ডিকেট এরই মধ্যে তাদের স্বার্থ হাসিল করতে সরকার অনুমোদিত ২৫০টি বৈধ রিক্রুটিং এজেন্সিকে সাব এজেন্ট হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’

 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার। ফাইল ছবি

 

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘কর্মীরা যাতে স্বল্প খরচে স্বচ্ছতার সঙ্গে যেতে পারেন এজন্য সব রিক্রুটিং এজেন্সির সুযোগ থাকতে হবে।’

এই সিন্ডিকেটের সদস্যরা অন্যান্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ, বি, সি ক্যাটেগরি হিসেবে তুলে ধরে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।

তিনি বলেন, ‘সরকার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছে। এখানে সবার মর্যাদাই সমান। কেউ কোনো ক্যাটেগরির মধ্যে পড়ে না।’