গ্লোবাল ইকর্মাসে বিস্তর সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারছেন না বেশিরভাগ বাংলাদেশি ই-কমার্স উদ্যোগক্তারা।
সঠিক জ্ঞান, কর্মপদ্ধতি ও গাইডলাইনের অভাবকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন ই-কমার্স বিশেষজ্ঞরা।
এ বিষয়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টু ক্রস-বর্ডার ই-কম ইউনিভার্স’ শীষর্ক সেমিনার।
ইকম গ্লোবালের উদ্যোগে এবং বিজনেস গ্লোবালাইজারের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, গ্লোবাল ই-কমার্স সেলার ও স্ট্র্যাটেজিস্ট মো. কামরুল হাসান ও বিজনেস ও লিগ্যাল কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুন এবং
নিউ ইয়র্ক থেকে আগত মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং কনসালটেন্ট ও ই-কমার্স স্ট্র্যাটেজিস্ট হোসাইন আলতাফ।
অনুষ্ঠানের আয়োজক আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘এই প্রোগ্রামের উদ্দেশ্য, ব্যবসায়ী ও উৎপাদক ভাইদের গ্লোবাল ই-কর্মাসে স্বাগত জানানো এবং ক্রমবর্ধমান এগিয়ে যাওয়া এই খাতের শক্তি এবং প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত করা। ’
পাশাপাশি তিনি এই ধরনের আরো প্রোগ্রাম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বাংলাদেশকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব উল্লেখ করে দেশীয় ব্র্যান্ডকে বৈশ্বিক ই-কর্মাস বাজারে জায়গা নেওয়ার আহবান জানান।
পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব, মিনিষ্ট্রি অব কমার্স এর এ এইচ এম শফিকুজ্জামান।
বিজিএপিএমইএ পরিচালক, মেম্বার এফবিসিসিআই, কো-চেয়ারম্যান ও ইম্পোর্ট এর ওমর ফারুক। বিজিএপিএমইএ এর জহির উদ্দিন আলমগীরসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বৈশ্বিক ই-কর্মাসে বাংলাদেশের সুযোগ ও সুবিধা নিয়ে প্রত্যেকেই তাদের অভিমত ও আশাবাদ ব্যক্ত করেন।