logo
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৫৫
নতুন ব্যাটিং কোচ সিডন্স
ক্রীড়া প্রতিবেদক

নতুন ব্যাটিং কোচ সিডন্স

অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তখনই বুঝা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ পদে আসবেন জেমি সিডন্স। সেটাই হচ্ছে। বিসিবিও জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সাবেক এই হেড কোচ এখন দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ হিসেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েই এনেছিলাম আমরা। আজ (গতকাল) থেকে তিনি জাতীয় দলের সঙ্গে অন্তুর্ভুক্ত হলেন।’

বিসিবি সভপতি নাজমুল হাসান পাপনের উদ্ধৃতি দিয়ে ক্রিকইনফোও বলেছে, ‘জেমি সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন। সিনিয়র ক্রিকেটার ও বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আমরা শুনেছি যে তিনি ভালো কোচ, এ কারণেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে।’

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে দুটি জিতেছে, হেরেছে ১৬টি।

ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো।