logo
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪৫
‘দেশে কৃষি বিপ্লব ঘটেছে’
সিলেট ব্যুরো

‘দেশে কৃষি বিপ্লব ঘটেছে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘দেশে আজ কৃষি বিপ্লব ঘটেছে। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্যের কোনো অভাব নেই।’

শুক্রবার গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গরিবের ভাগ্যোন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের গরিব-দুঃখীদের সবচেয়ে বড় বন্ধু এবং তৃণমূল মানুষের সবচেয়ে বড় নেতা হিসেবে শেখ হাসিনা তাদের মুখে হাসি ফুটিয়েছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহণ করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ প্রমুখ।