logo
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৪৬
ভারতের সংগ্রহ ২৬৫ রান
ক্রীড়া ডেস্ক

ভারতের সংগ্রহ ২৬৫ রান

আগেভাগে সিরিজ হার এড়াতে জয়ের ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। শুক্রবার আহমেদাবাদের তৃতীয় ওয়ানডেতে বোলারদের কল্যাণে স্বাগতিক দলকে ২৬৫ রানে আটকে দিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ভারত ২৬৫ রান করেছে।

টস জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা অবশ্য বেশ নাজুক ছিল। ৪২ রান করতেই তিন উইকেট হারিয়েছিল তারা। আলজারি জোসেপের জোড়া আঘাতে আনলাকি থার্টিনে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি বিনা রানে বিদায় নেন। আর শিখর দেওয়ানকে ১০ রানে বিদায় করেন ওডিয়ান স্মিথ। তবে শ্রেয়াস আইয়ের ও ঋষভ পন্তের দূর্দান্ত ব্যাটিং ভারতকে বিপর্যয় থেকে উদ্ধার করে। চতুর্থ উইকেটে তারা ১১০ রান জড় করে। আইয়ের ৮০ রান করেন। পন্থের সংগ্রহ ছিল ৫৬ রান।

ভারতের সংগ্রহে ওয়াশিংটন সুন্দও ও দীপক চাহারের অবদান কম নয়। সুন্দর ৩৩ রান করেন। অন্যদিকে চাহারের ঝড়ো ব্যাটিংয়ে ৩৮ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৩৪ রানে ৪ উইকেট ে নন। এছাড়া আলজারি জোসেপ ও হেডেন ওয়ালশ দুটো করে উইকেট শিকার করেন।