logo
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৪৬
‘স্কুল খুলে দিলে সমস্যা হবে না’
মানিকগঞ্জ প্রতিনিধি

‘স্কুল খুলে দিলে সমস্যা হবে না’

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন

স্কুল খুলে দিলে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘স্কুল খোলার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও সরকার সিদ্ধান্ত নেবে। করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না। আরো একটি আশ্বস্তের জায়গা হলো স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে বুস্টার ডোজও দেওয়া হয়েছে। তাই স্কুল খুলে দিলে আশা রাখি সমস্যা হবে না।’

শনিবার দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে জেলার ডাক্তার ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। করোনা সংক্রমণ কমে আসছে এবং একই সঙ্গে টিকার আওতায় এসেছে বেশিরভাগ শিক্ষার্থী। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। সারাবিশ্বেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, আমাদের দেশে যাদেরকে টিকা দেওয়ার অনুমতি রয়েছে তাদের সংখ্যা ১১ কোটি ৫৫ লাখ। এর মধ্যে ১০ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে অর্থাৎ ৮৬ শতাংশ লোক টিকার আওতায় এসেছে।’

এ সময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমান উপস্থিত ছিলেন।