logo
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৩৮
জাকার্তায় শুটিংয়ে আরও একটি রূপা ও ব্রোঞ্জ
নিজস্ব প্রতিবেদক

জাকার্তায় শুটিংয়ে আরও একটি রূপা ও ব্রোঞ্জ

বাংলাদেশ শুটিং দল ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) গ্রাঁ প্রি টুর্নামেন্টের রাইফেল ইভেন্টে একের পর এক সাফল্য পাচ্ছে। শুরুটা করেছিলেন নাফিসা তাবাসসুম। প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের এককে ব্রোঞ্জ জিতেছিলেন। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন তিনি।

শনিবার ১০ মিটার এয়ার রাইফেলের ছেলেদের দলগত ইভেন্টে আশা জাগিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশের শুটারদের। সোনা জিততে পারেনি, তবে ঠিকই পদক জয়ের উৎসব করেছে। জিতেছে রুপার পদক। এই ইভেন্টে অংশ নিয়েছেন শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী।

ফাইনালে সিঙ্গাপুরের কাছে হেরে রুপার পদক জিতেছে বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ফাইনালে সিঙ্গাপুরের গাই তিয়ানুরি, লিওনেল জেং জই ওং এবং লিয়েতন মারাত ভেলোসো মিলে স্কোর করেন ১৬। বাংলাদেশের শুটাররা করেছেন ১৪ পয়েন্ট।

এ ছাড়া নাফিসা তাবাসসুম, সৈয়দা আতকিয়া হাসান ও সাজিদা হকের বাংলাদেশ দল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের স্কোর ৬১৮.২। এর আগে বাংলাদেশের মেয়েরা বাছাইপর্বে ৯২৪.১ স্কোর করেন। এই ইভেন্টে ফাইনালে উঠেছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ফাইনালে ওঠার পথে ইন্দোনেশিয়া করেছে ৬২৭.৫ পয়েন্ট। আর সিঙ্গাপুরের স্কোর ৬২২.৫।

এদিকে এয়ার পিস্তলের মিশ্র ইভেন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ-১ দল। এই দলে অংশ নেন শাকিল আহমেদ ও আনজিলা আমজাদ।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুটিংয়ে একটা সময় সাফল্য আসলেও রাইফেল ইভেন্টে সাফল্যের খরা ছিল দীর্ঘদিনের। ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় সুইডিশ কোচ ক্লাভস ক্রিস্টিয়েনসেন ২০১৮ সালে চাকরি ছেড়ে দেওয়ার পর সেভাবে কোনো সাফল্যের দেখা পাচ্ছিল না।

বিশেষ করে স্থানীয় কোচদের তত্ত¦াবধানে সাফল্য সোনার হরিণ হয়ে পড়েছিল। তবে গত মাসে ইরান থেকে উড়িয়ে আনা হয়েছে কোচ মোহাম্মদ জায়ের রেজাইকে। আন্তর্জাতিক অঙ্গনে তার বেশ সাফল্য রয়েছে। তার সে অভিজ্ঞাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সুফল পেতে শুরু করেছে। তার অধীনে এক মাসের অনুশীলনে বাংলাদেশের শুটাররা একের পর এক সাফল্য বয়ে আনছে।