logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৪১
সৌদিতে ১৪ হাজার অবৈধ অভিবাসী-শ্রমিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সৌদিতে ১৪ হাজার অবৈধ অভিবাসী-শ্রমিক গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ শ্রমিক ও অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন ও শ্রমিক আইন ভঙ্গ এবং অবৈধভাবে সীমান্ত পেরুনোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।

সৌদির জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট অফিস জানায়, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ১৪ হাজার ৪৭০ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৭ হাজার ৭০৮ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন অর্থাৎ, তাদের ভিসার মেয়াদ শেষে নবায়ন করেননি। এছাড়া ৪ হাজার ৯৭১ জন অবৈধভাবে সীমান্ত পেরুতে গিয়ে এবং ১৭৯১ জন আটক হয়েছেন অবৈধ অভিবাসী।

অবৈধ অভিবাসী এবং সীমান্ত আইন লঙ্ঘনকারীদের মধ্যে ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক বেশি।  তবে অন্য কোন কোন দেশের নাগরিক রয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসী কিংবা অনুপ্রবেশকারী কাউকে যদি সৌদি আরবে অবস্থানকারী কেউ আশ্রয় দেয়, কিংবা লুকিয়ে রাখে, তবে তাকে আইনের আওতায় আনা হবে এবং ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

সূত্র: সৌদি গেজেট।