logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:১৬
‘এ মাইনাস’ পেয়েছেন অভিনেত্রী দীঘি
নিজস্ব প্রতিবেদক

‘এ মাইনাস’ পেয়েছেন অভিনেত্রী দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি। ফেসবুক থেকে নেওয়া ছবি

এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি ৩ দশমিক ৭৫ পেয়ে ‘এ মাইনাস’ গ্রেডে কৃতকার্য হয়েছেন।

এ বিষয়ে দীঘি বলেন, ‘কিছুক্ষণ আগেই রেজাল্ট পেলাম। আমি ৩.৭৫ পেয়ে পাস করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে শিক্ষাজীবনে আরো ভালো করতে পারি।’

দীঘি স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। 

‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় অভিনেতা সুব্রত বড়ুয়া ও অভিনেত্রী দোয়েলের মেয়ে দীঘির। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের একটি সিনেমায়।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৯৫. ২৬ শতাংশ শিক্ষার্থী। পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে  জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩ দশমিক ৭৯ শতাংশ। ১১ বোর্ডে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন।

মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ পায়নি। পরে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারিতে তাদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয়। তাতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করে, জিপিএ-৫ পান এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।