logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫১
কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি

কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না: হানিফ

কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি একথা জানান।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, ছোটখাট অনেক দল আছে। নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া তাদের নিজস্ব রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।’

তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া কোনোটাই বন্ধ হবে না। নীতি আদর্শহীন বিএনপি নিজের সার্থে সকালে এক বিকেলে আরেক কথা বলে। নির্বাচন কমিগশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়মানুযায়ী কাজ করছে। বিপুল সংখ্যক মানুষের নাম জমা পড়েছে। এরপরে এ নিয়ে আর কোনো রাজনৈতিক দলের কথা থাকতে পারে না।’

এসময় কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।