logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:১৮
পাসের হারে এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক

পাসের হারে এগিয়ে মেয়েরা

ফল পাওয়ার পর বরিশালের কয়েকজন মেয়ে শিক্ষার্থী। ছবি- ভোরের আকাশ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে ২ দশমিক ২৩ শতাংশ এগিয়ে রয়েছেন মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ এবং ছেলেদের ৯৪ দশমিক ৪৪ শতাংশ।

রোববার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ১৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৫১ হাজার ৩৮১ ও ছাত্রী পাঁচ লাখ ৬৪ হাজার ৩২৪ জন।

ছেলেদের মধ্যে পাস করেছেন পাঁচ লাখ ২০ হাজার ৭১৩ জন এবং মেয়েদের মধ্যে পাস করেছেন পাঁচ লাখ ৪৫ হাজার ৫২৯ জন।