logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৪৭
ঝিনাইদহে বসন্ত উৎসব ও পিঠা মেলা
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বসন্ত উৎসব ও পিঠা মেলা

ঝিনাইদহের আদর্শপাড়া মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি চত্বরে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। ছবি: ভোরের আকাশ।

ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রকৃতি যেমন অপরূপ সাজে সেজেছে, তেমনি নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহবাসী বরণ করে নিচ্ছে বসন্তকে। এ উপলক্ষে পিঠা মেলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি চত্বরে আজ সোমবার সকালে আয়োজন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসবের।

এ উপলক্ষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ফুল দিয়ে বাসন্তী সাজে সেজে অনুষ্ঠানে অংশ নেয়। বন্ধুরা মিলে মেতে ওঠে আনন্দ উৎসবে। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা ভাপা, পুলিসহ নানা পিঠার সমাহারে স্টল প্রদর্শন করে।

বসন্ত উৎসব ও পিঠা মেলায় আসা শিক্ষার্থীরা জানান, ফুল দিয়ে নানাভাবে সেজে বন্ধুবান্ধবীরা এখানে এসেছি। আড্ডা দিচ্ছি, পিঠা খাচ্ছি। খুবই ভালো লাগছে আমাদের।