logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৩৪
ঘরে বসেই পেলেন জন্মনিবন্ধন সনদ ও লাল গোলাপ
কক্সবাজার প্রতিনিধি

ঘরে বসেই পেলেন জন্মনিবন্ধন সনদ ও লাল গোলাপ

জন্মনিবন্ধন সনদসহ লাল গোলাপ দিচ্ছেন চেয়ারম্যান

পহেলা ফাল্গুনে এলাকার নাগরিকদের ঘরে ঘরে গিয়ে লাল গোলাপসহ জন্মনিবন্ধন সনদ দিয়েছেন কক্সবাজারের এক ইউপি চেয়ারম্যান।

বলছি গত দু'মাস আগে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া ইমরুল কায়েস চৌধুরীর কথা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকায় গিয়ে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। ব্যতিক্রমী এমন উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তরুণ এই জনপ্রতিনিধি।

হলদিয়াপালংয়ের বাসিন্দা কফিল উদ্দিন সিকদার বলেন, ‘পহেলা ফাল্গুনে ফুল আর জন্মনিবন্ধন সনদ নিয়ে চেয়ারম্যান নিজে আমার কাছে আসবে তা কখনো কল্পনাতেও ভাবিনি। আমি খুব খুশি হয়েছি। নতুন চেয়ারম্যানের এই ভালোবাসা দেশের অন্যান্য জনপ্রতিনিধিদের কাছে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সরোয়ার কামাল বাদশা জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী একহাতে গোলাপ, আরেক হাতে ৩শ জন্মনিবন্ধন সনদ নিয়ে এলাকায় আসেন। পরে সেগুলো ঘরে ঘরে গিয়ে বিতরণ করেন।

চেয়ারম্যান ইমরুল জানান, রোহিঙ্গা সমস্যার কারণে নানা প্রতিবন্ধকতায় জন্মনিবন্ধন সনদ পাওয়া এখন অনেকটা সোনার হরিণের মতো। তাই উদ্যোগ নিয়ে পহেলা ফাল্গুনে জন্মনিবন্ধন সনদ ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। এ কাজের মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বাস্তবায়ন হচ্ছে।