নড়াইলে মাদক মামলায় অহিদা বেগম টিয়া (৪০) নামে এক নারীর আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। অহিদা বেগম যশোরের কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের বাসিন্দা। মামলার অপর দুই পলাতক আসামিসহ চারজনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে চালকসহ চারজনকে আটক করে পুলিশ। এ সময় অহিদা বেগমের পোশাকের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নড়াইল সদর থানায় পাঁচজনকে আসামি করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।