logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২০:০৩
রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তার নাম আবুল কালাম। এ সময় আহত হন আরও দুই রোহিঙ্গা নেতা। রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে।

আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন, ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব-মাঝি মো. জাফর।

ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, ‘কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’