ভারতের রাজস্থানে চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। রাজস্থানের চুরু শহরে শনিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
ওই শহরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় চার যুবক জড়িত বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বজনেরা। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার পুলিশ কর্মকর্তা মমতা স্বরস্বত গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী নারীকে কাজ দেওয়ার কথা বলে চার যুবক ডেকে নিয়ে যায়। এরপর তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তবে নিজেদের দোষ ঢাকতে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে বেসামাল করে। এরপর তার হাত-পা বেঁধে ভবনের ছাদ থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। তবে পড়ে যাওয়ার সময় একটি খুঁটির সঙ্গে তাকে বাঁধা রশিটি আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই নারী। ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়।
ওই সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিভাবে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে।
মমতা স্বরস্বত বলেন, স্থানীয় একটি হাসপাতালে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বরাত দিয়ে তাঁর স্বজনেরা থানায় একটি মামলা করেছেন।
সূত্র: এনডিটিভি