logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২২:০১
জামিন পেতে ফের হাইকোর্টে জি কে শামীমের মা
নিজস্ব প্রতিবেদক

জামিন পেতে ফের হাইকোর্টে জি কে শামীমের মা

হাইকোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় জি কে শামীমের মা আয়েশা আক্তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। জি কে শামীমের মায়ের পক্ষে আইনজীবী হলেন অ্যাডভোকেট মনির হোসেন ও অ্যাডভোকেট মো. আল মামুন।

জি কে শামীমের মায়ের জামিন আবেদন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সোমবারের (১৪ ফেব্রুয়ারি) কার্যতালিকায় ছিল। কিন্তু অ্যাডভোকেট মনির হোসেন এ সপ্তাহে শুনানি করতে চান না বলে আদালতকে জানান।

এর আগে গত বছর ২৯ নভেম্বর হাইকোর্ট আয়েশা আক্তারকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশে গত ২৫ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠান। এরপর আয়েশা আক্তার হাইকোর্টে জামিন আবেদন করেন।