logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২৭
রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু
রাজশাহী ব্যুরো

রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

সংগৃহীত ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহীর এ দুই রোগী মারা যান।

তাদের একজন করোনা পজিটিভ ছিলেন। অন্যজন ভুগছিলেন করোনার উপসর্গে। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন একজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৩৮ জন।

এ ছাড়া সোমবার জেলার ২৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।