logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:০৬
ডিএসইর সূচক কমল ২৩ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক

ডিএসইর সূচক কমল ২৩ পয়েন্ট

ডিএসইর লোগো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে লেনদেন শুরু হয় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। সারাদিনই এ প্রবণতা অব্যাহত ছিল, যার জের ধরে দিন শেষে সূচক কমেছে ২৩ পয়েন্ট।

একইসঙ্গে কমছে লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। দিন শেষে বাজার মূলধনও আগের চেয়ে কমেছে। বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। আগের দিনে যার পরিমাণ ছিল ৫ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

বাজার চিত্র বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়েছে। মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৩১ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে এপেক্স ফুড, বিডি অটোকারস, মনোস্পুল পেপার, তমিজ উদ্দীন টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, দেশ গার্মেন্টস, কেপিসিএল, রহিমা ফুড, স্যালভো কেমিক্যাল, ইমাম বাটন, সেন্ট্রালফার্মাসহ কিছু কোম্পানি।