logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:১০
ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া

ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া

রাশিয়া মঙ্গলবার ঘোষণা করেছে, ইউক্রেনসংলগ্ন রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো থেকে কিছু সৈন্য মহড়া শেষ করার পর ব্যারাকে ফিরে এসেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, রাশিয়ার সৈন্য ইউক্রেন সীমান্ত থেকে ফিরে আসার কারণে মস্কো এবং পশ্চিমের মধ্যে চলমান উত্তেজনা কমাতে সাহায্য করবে।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনী ক্রিমিয়া থেকে নিজ নিজ ব্যারাকে ফিরে আসতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেনে অধিকৃত উপদ্বীপে মহড়া শেষ করার পর তাদের ঘাঁটিতে ফিরেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্স দক্ষিণাঞ্চলীয় জেলা কমান্ডকে উদ্ধৃত করে বলেছে যে কিছু সৈন্য রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান এবং উত্তর ওসেটিয়ার ঘাঁটিতে চলে যাচ্ছে। উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে সংযুক্ত করে।

আল জাজিরা থেকে অনূদিত।