logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪৩
লতা সন্ধ্যার পর চলে গেলেন বাপ্পি লাহিড়ীও
অনলাইন ডেস্ক

লতা সন্ধ্যার পর চলে গেলেন বাপ্পি লাহিড়ীও

চলে গেলেন ভারতীয় সঙ্গীতের আরেক কিংবদন্তি বাপ্পি লাহিড়ীও। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। এদিনই মারা যান আরেক কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত বছরের এপ্রিলে করোনাভাইরাস ধরা পড়ে বাপ্পির। তখন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসায় সুস্থ হয়ে কিছুদিন পর বাড়িও ফেরেন। তবে গত প্রায় একমাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।  

ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক দীপক নামজোশী জানান, গত এক মাস ধরে ক্রিটিকেয়ার হাসপাতালেই ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। পরদিন মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে ফের হাসপাতালে আনা হয়।  মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ওএসএ) কারণে মারা যান বাপ্পি।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। বলিউডে ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন বহু গান। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’।

বাপ্পি লাহিড়ীর জন্ম ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বাপ্পির আরেক নাম অলোকেশ।