logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫২
সন্ধ্যার মৃত্যুতে কিংবদন্তিকে হারাল উপমহাদেশ: বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

সন্ধ্যার মৃত্যুতে কিংবদন্তিকে হারাল উপমহাদেশ: বি. চৌধুরী

সন্ধ্যা মুখোপাধ্যায়। ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারতীয় উপমহাদেশ বাংলা গানের কিংবদন্তিকে হারাল। পাশাপাশি বাংলাদেশ হারাল তার এক অকৃত্রিম বন্ধুকে।

এক যৌথ শোকবাণীতে তারা একথা বলেছেন। বি. চৌধুরী ও আবদুল মান্নান শোকবাণীতে আরো বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়ার পাশাপাশি ভারতজুড়ে জনমত তৈরিতেও বিশাল অবদান রেখেছিলেন।

বি. চৌধুরী ও আবদুল মান্নান শোকবাণীতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলা গানের অন্যতম কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।