logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:০৬
পেনাল্টি মিসে মেসির রেকর্ড
ক্রীড়া ডেস্ক

পেনাল্টি মিসে মেসির রেকর্ড

ফুটবল মাঠে লিওনেল মেসির গড়া রেকর্ডের সংখ্যা কম নয়। ক্লাব ফুটবল ইতিহাসে একের পর এক নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মঙ্গলবার রাতেও এক কীর্তি গড়েছেন বার্সেলোনার সাবেক এ তারকা। তবে তার এ কীর্তি মোটেও স্মরণীয় রাখার মতো নয়। বরং যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগে মেসি পেনাল্টি মিসের কীর্তি গড়েছেন। মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল পিএসজি। কিন্তু মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তার শট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবু কর্তোয়া বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

মেসি এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ২৩ বার পেনাল্টি শট নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ১৮বার গোল করেছেন। পাঁচবার গোল করতে ব্যর্থ হয়েছেন। তার এ ব্যর্থতায় সঙ্গী খুঁজে পেয়েছেন থিয়েরি অঁরি। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত পাঁচটি পেনাল্টি মিস করে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন অঁরি। এদিন তিনি মেসিকে সঙ্গী হিসেবে পেলেন।

অঁরির পাশে বসার মাধ্যমে মেসি ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদেও সাবেক এ তারকার পেনাল্টি মিসের সংখ্যা চার।

পেনাল্টি মিসের কারণে পিএসজিতে মেসির ব্যর্থতা আরও ভারী হলো। বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি। বরং তাকে ছায়ার দিকে ঠেলে দিচ্ছেন কিলিয়ান এমবাপে। এ ম্যাচে গোল করে এমবাপে মেসিকে অস্বস্তি থেকে রেহাই দিয়েছেন। ম্যাচের একেবারে অন্তিম মূহুর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি।

অবশ্য মেসি এ ম্যাচে পেনাল্টি মিস করলেও পিএসজির জয়ে ভূমিকা রেখে চলেছেন। এ ম্যাচের আগের চার ম্যাচেই গোলের রূপকারের ভূমিকা রেখেছেন। যা হয়তো তাকে আরও ভালো খেলার ভূমিকা রাখবে।