logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:০২
পুঁজিবাজার
বেশিরভাগ কোম্পানির দর পতন
নিজস্ব প্রতিবেদক

বেশিরভাগ কোম্পানির দর পতন

ডিএসইর লোগো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের তেজিভাব দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও দিন শেষে তা অব্যাহত ছিল না।

সকালের দিকে সূচক ২৮ পয়েন্ট বাড়লেও শেষদিকে এসে তা হ্রাস পেতে থাকে। শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৬ পয়েন্ট ঊর্ধ্বমুখী থেকে লেনদেন শেষ হয়। এদিন দর পতন ঘটেছে লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ারের।

বাজার চিত্র বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএসইর সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২১৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে রহিমা ফুড, এপেক্স ফুড, এপেক্স ট্যানারি, বিডি অটোকারস, মনোস্পুল পেপার, অলটেক্স, বিচহ্যাচারি, ফাইন ফুড, এইচ আর টেক্সটাইল, কেপিসিএল, পেপার প্রসেসিং আজিজ পাইপসসহ কিছু কোম্পানি।