logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩১
ইতিহাস গড়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস
ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস

বাংলাদেশের ফুটবল ইতিহাসে অনন্য এক কীর্তি হতে যাচ্ছে। আর সে কীর্তি গড়তে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে দলটি অনন্য এক ইতিহাস গড়বে।

ক্লাব ফুটবলে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের কথা এতদিন দেশের ফুটবলপ্রেমীরা শুনে এসেছে। কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। বসুন্ধরা কিংস দেশের ফুটবলপ্রেমীদের এ দিন সেদিন অভিজ্ঞতা দিচ্ছে। নিজেদের মাঠে খেলবে তারা। পুলিশের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। আর এ ম্যাচের মাধ্যমে হোম ভেন্যুতে খেলবে দলটি।

বাংলাদেশের ফুটবলে একাধিক ঐতিহ্যবাহী দল রয়েছে। কিন্তু এতদিনে তারা নিজেদের মাঠ তৈরি করতে পারেনি। কিন্তু বসুন্ধরা কিংস মাত্র কয়েক বছরের পথচলায় সেই কীর্তি গড়ছে।

বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান এ ব্যাপারে বলেন, ‘কিংস অ্যারেনা দেশের জন্য গৌরবের বিষয়। আমাদের কিংস অ্যারেনায় যে সুযোগ সুবিধা আছে উপমহাদেশে বা এশিয়ার অল্প কয়েকটি ক্লাবে তা বিদ্যমান। এটা আমাদের জন্য যেমন গৌরবের তেমনি দেশের জন্যও।’

খেলাধুলার সব ব্যবস্থায় রয়েছে কিংস অ্যারেনায়। বরং প্রশ্ন করা যায় কি নেই কিংস অ্যারেনায়। ফুটবলের পাশাপাশি রয়েছে ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, আর্চারি আর শুটিংয়ের মতো খেলার আয়োজন। শুধু তাই নয়, ফুটবল ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলনের মাঠও রয়েছে। ইমরুল হাসানের দাবি, আর্জেন্টিনা ও ব্রাজিলেও এই কমপ্লেক্স নিয়ে লেখালেখি হয়েছে।

ছোট্ট এক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল কিংস অ্যারেনার যাত্রা। সে জন্য পরিকল্পনায় ছিল মাত্র ৫৫ বিঘা জমি। কিন্তু স্বপ্ন ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে স্বপ্ন বাস্তবায়নের পরিধি। এ কারণেই জমির আয়তন বেড়ে দাঁড়িয়েছে ৩০০ বিঘাতে। বুধবার আয়োজিত ইমরুল হাসান এ তথ্য জানান।

ফুটবল মাঠের বিশেষত্বের কথা জানিয়ে ইমরুল হাসান বলেন, সাত স্তরবিশিষ্ট মাঠের উপরিভাগে লাগানো হয়েছি দেশি দূর্বাঘাস। পানি নিষ্কাশনের ব্যবস্থাও আধুনিক। ফলে ব্যাপক বৃষ্টিতে মাঠে পানি জমবে না।