logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫৬
বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ নিহত ২

রাজধানীর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও যাত্রী কাজল আক্তার (৩৫)।

বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া। তিনি জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই জুয়েল বলেন, কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সুমনের ফুপাতো ভাই ফুয়াদ হাসান পল্লব জানান, সুমনের বাবার নাম নুরুল ইসলাম। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। তিন মেয়ে ও স্ত্রী সারাকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে থাকতেন তিনি। তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং করে সংসার চালাতেন। সকালে পুলিশের মাধ্যমেই তারা দুর্ঘটনার খবর জানতে পারেন।

কাজলের মা হাসিনা বেগম জানান, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে খিলগাঁও দক্ষিণ গোড়ানে তার সঙ্গেই থাকতো কাজল। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামে।

হাসিনা বেগম জানান, কাজল একটি বারে কাজ করতো। কাজের জন্য বুধবার বিকেলে বাসা থেকে বের হয়। প্রতিদিন রাত বারোটার দিকে বাসায় ফিরলেও গতরাতে আর ফেরেনি। সকালে পুলিশ ফোন করে কাজলের মৃত্যুর খবর জানায়।