logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:৩৪
ধর্ষণের অভিযোগ: চেয়ারম্যানের বিচার দাবিতে ঝাড়ু মিছিল
ঝালকাঠি প্রতিনিধি

ধর্ষণের অভিযোগ: চেয়ারম্যানের বিচার দাবিতে ঝাড়ু মিছিল

চেয়ারম্যানের বিরদ্ধে ঝাড়ু মিছিল করছেন এলাকাবাসী

ঝালকাঠির নলছিটির ৩নং কুলকাঠি ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রথমে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে ঝাড়ু নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়কে মিছিল করে গ্রামবাসী। তিন শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

অভিযুক্ত চেয়ারম্যান বাচ্চু নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান। তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে ইউনিয়নের এক কিশোরীকে ঢাকায় আটকে রেখে দফায় দফায় ধর্ষণ করে বাচ্চু। এ ঘটনায় গত ১২ জানুয়ারি খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই কিশোরী। সম্প্রতি এলাকায় বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানের বিচার দাবি করে আসছেন জেলার বিভিন্ন মহল।

অভিযোগের বিষয়ে জানতে বাচ্চু চেয়ারম্যানের মুঠোফোনে বারবার ফোন করলেও॥ সেটি বন্ধ পাওয়া যায়।