সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সূচক পতনের মধ্যে দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। সারা দিনই এই প্রবণতা অব্যাহত ছিল, যার জের ধরে দিন শেষে পুঁজিবাজারে বড় ধরনের পতন দেখা গেছে।
এদিন একই সঙ্গে কমে গেছে লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। কমে গেছে বাজার মূলধনও।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৫২ পয়েন্ট। এদিন ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। আর বেড়েছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমেছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে জিকিউ বলপেন, এটলাস বাংলাদেশ, রহিমা ফুড, বিডি অটোকারস, ওয়াটা কেমিক্যাল, মনোস্পুল পেপার, কোহিনুর কেমিক্যাল, অলটেক্সসহ কিছু কোম্পানি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯০ দশমিক ১৮ পয়েন্টে।
সিএসইতে বৃহস্পতিবার ৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির। এছাড়া কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।