logo
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৩৯
আন্তর্জাতিক বাজারের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে: বাণিজ্যমন্ত্রী
নীলফামারী প্রতিনিধি

আন্তর্জাতিক বাজারের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক মার্কেটে জিনিসের দাম বাড়লে দেশের মার্কেটে তার প্রভাব পড়ে। তাই আমরা চেষ্টা করছি, সাধারণ মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার।’

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে আর কমে না, এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তেলের দাম আন্তর্জাতিক বাজারেও বেড়েছে। পেঁয়াজের দাম ২০০ টাকা উঠেছিল। গত সপ্তাহে কৃষিমন্ত্রী আমাকে বলেছিলেন, ২৫ টাকায় পেঁয়াজ বিক্রি করে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দাম বাড়লে যে আর কমছে না তা কিন্তু ঠিক না।’

তিনি আরো বলেন, ‘আমাদের দায়িত্ব হলো, যেখানে সমস্যা সেখানে আমরা ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির চেষ্টা করা। আমাদের পরিকল্পনা ছিল ৫০ লাখ মানুষকে এই সেবা দেওয়া হবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, যেন এক কোটি মানুষ এই সেবা পায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।