logo
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫০
মহাকাশে এ বছরই হবে আরেকটি স্টেশন

মহাকাশে এ বছরই হবে আরেকটি স্টেশন

নতুন মহাকাশ স্টেশনটি বানাচ্ছে চীন। নাম তিয়াংগং মহাকাশ স্টেশন। চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন গতকাল বৃহস্পতিবার এই খবর দিয়েছে। জানিয়েছে চীনা মহাকাশ স্টেশনে থাকবে তিনটি মডিউল বা অংশ। যা এ বছরই ধাপে ধাপে ছ’টি অভিযানে পাঠানো হবে কক্ষপথে, মহাকাশ স্টেশনটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে।

তিনটি মডিউলের মধ্যে একটিতে হবে গবেষণা, নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। এই মডিউলের নাম ‘ওয়েনতিয়ান’।

সবকটি মডিউলই পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে অত্যন্ত শক্তিশালী ‘লং মার্চ-৫বি’ রকেটে চাপিয়ে। মহাকাশ স্টেশনটি দেখতে হবে ইংরেজি ‘টি’ বর্ণের মতো। চীনা মহাকাশ স্টেশনের তিনটি মডিউলের মধ্যে দুটির ওজন ২০ হাজার কিলোগ্রাম বা ৪৪ হাজার ১০০ পাউন্ড করে হবে। এই মহাকাশ স্টেশনেও অন্য দেশের বিজ্ঞানী, গবেষকরা কাজ করতে পারবেন। এরপর চাঁদের কক্ষপথে একটি ‘লুনার স্টেশন’ও বানাতে চলেছে চীন। সূত্র : আনন্দবাজার