ইউক্রেনের সরকারি বাহিনী এবং দেশটির পূর্বে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একে অন্যের দিকে গোলাবর্ষণ করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইউক্রেনে রাশিয়ার বিচ্ছিন্ন্নতাবাদেিদর এই গোলাবর্ষণের পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন, মস্কোর ইউক্রেন আক্রমণ অতি আসন্ন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স শুক্রবার জানিয়েছে আত্মস্বীকৃত দোনেস্ক পিপলস রিপাবলিক এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রাম পেট্রিভস্ককে লক্ষ্য করে গোলাগুলি চালানো হয়েছে বলে দাবি করেছে লুহানস্ক পিপলস রিপাবলিক। এই গোলাগুলিতে বেশ কয়েকটি মর্টার শেল ছোড়ার ঘটনা ঘটেছে। ইউক্রেন সরকার বলেছে, বিচ্ছিন্নতাবাদীরা শুক্রবার চারবার আর্টিলারি বা মর্টার নিক্ষেপ করেছে।
কিয়েভ এবং বিদ্রোহীরা ডোনবাস অঞ্চলে আট বছর ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং দুই পক্ষ নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্কতার মধ্যে এই সপ্তাহে যুদ্ধের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেকের ধারণা, ইউক্রেনে হামলা করার জন্য মস্কো ‘অজুহাত’ খুঁজছে।
আল জাজিরা থেকে অনূদিত।