চাঁদপুরের মতলবে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর দাবি, ওই মাদ্রাসার দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্পর্কে চাচা-ভাতিজি হওয়ায় তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি পরিবার। এবিষয়ে উভয়কে বাধা দেওয়ায় গত ২৭ জানুয়ারি মাদ্রাসা পড়ুয়া কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, ওই কিশোরের মৃত্যুর ঘটনাটি প্রশাসনকে জানায়নি তার পরিবার। বরং প্রশাসনকে না জানিয়ে লাশ দাফন করে দেয়। এ ঘটনার পর গতকাল কিশোরীর লাশ পাওয়া যায় তার ঘরে।
মেয়েটির বাবা জানান, ‘আমি ও তার মা পারিবারিক প্রয়োজনে স্থানীয় আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। বাজার শেষে বাড়ি ফিরে মেয়ের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। তারপর সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি মেয়ের ঝুলন্ত লাশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কিশোরী স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। আর কিশোরটি নবম শ্রেণিতে পড়তো।
নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ‘মেয়েটি আত্মহত্যা করেছে এমন তথ্য আমাকে জানানো হয়েছে।’
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘রাতে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’