যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইউনিস। এতে কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শত শত গাছপালা। দুই লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইংল্যান্ডের উইল্টশায়ারে ঝড়ের কবলে ও গাছের চাপায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। এছাড়া নেদারল্যান্ডসে ৩ জন এবং আয়ারল্যান্ড, জার্মানি ও বেলারুশে একজন করে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শক্তিশালী ঝড় ইউনিসের হাত থেকে বাঁচতে আগেই যুক্তরাজ্যের উপকূলীয় এলাকা থেকে লাখ লাখ মানুষকে ঘরের ভেতরে ও নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছিল। দক্ষিণ ইংল্যান্ড, সাউথ ওয়েলস ও লন্ডনে ঝড়ের কারণে ‘রেড’ সতর্কতা জারি করা হয়।
যুক্তরাজ্যে শুক্রবার ঝড় ইউনিস ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে। ঝড়ের কারণে চারশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়। সর্বশেষ ৩২ বছর আগে দেশটিতে ঘূর্ণিঝড়ে ৪৭ জনের প্রাণহানি ঘটেছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র: গার্ডিয়ান