logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৯
যুদ্ধাপরাধীদের বিচারেও কবি কাজী রোজীর সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধীদের বিচারেও কবি কাজী রোজীর সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে: প্রধানমন্ত্রী

কবি কাজী রোজী। ফাইল ছবি

কবি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী কবি কাজী রোজী।

শনিবার রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন তার মেয়ে সুমী সিকানদার। ফেসবুক পোস্টে তিনি তার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সুমী সিকানদার রোববার সকালে গণমাধ্যমকে জানিয়েছেন, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুরে দাফন করা হতে পারে।

কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেন। গত শতাব্দির ষাটের দশকে কবিতা লেখা শুরু কাজী রোজীর।

কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান কবি কাজী রোজী। ২০২১ সালের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি।