logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:১০
কুষ্টিয়ার দগ্ধ মরদেহটি সজনীর নয়!
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দগ্ধ মরদেহটি সজনীর নয়!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকায় কলা ক্ষেত থেকে নারীর দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে। মরদেহটি গৃহবধূ সজনীর বলে শনাক্ত করা হলেও সেটি তার নয় বলে জানিয়েছে পুলিশ। সজনী বেঁচে আছেন। ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন তিনি।

রোববার দুপুরে সজনীর বাবা পুলিশকে জানান, সজনী তাদের সঙ্গে ঢাকা থেকে ভিডিও কলে কথা বলেছেন। সে ভেড়ামারার উদ্দেশে রওনা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) নান্নু খান বলেন, ‘সজনী চলে আসলে তার স্বামী লালনকে ছেড়ে দেয়া হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দগ্ধ মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহ ভেড়ামারা থানায় নিয়ে যাওয়া হচ্ছে।’

অজ্ঞাত হিসেবে দাফন করতে মরদেহটি ভেড়ামারা পৌরসভার কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

গত শনিবার সন্ধ্যায় বাহিরচর ইউনিয়নের ১২ দাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কলাবাগান থেকে দগ্ধ এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন সকালেই স্ত্রী সজনী নিখোঁজের জিডি করেন লালন।

সজনীর বাবা-মা তাদের মেয়ের মরদেহ বলে শনাক্ত করলেও স্বামী লালন বলেন এটি তার স্ত্রীর মরদেহ নয়। এ ঘটনায় রাতে সজনীর বাবার করা হত্যা মামলায় লালনকে গ্রেপ্তার করে পুলিশ।