logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫৫
পুতিনের মনোভাব জানতে বৈঠকে বসতে চান জেলেনস্কি

পুতিনের মনোভাব জানতে বৈঠকে বসতে চান জেলেনস্কি

ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন দেয়া বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমি পুতিনের সাথে বৈঠক করতে চাই এই জন্য যে তিনি আসলে কি চাই তা জানতে।

ভলোদিমির জেলেনস্কি বলেন, চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে ইউক্রেন কূটনৈতিক পথই অনুসরণ করতে থাকবে। 

ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার দাবি ন্যাটো পূরণ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংস্থাটির মহাসচিব জেনস স্টলটেনবাগ। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ন্যাটোর মহাসচিব বলেন, ‘আমরা ইউক্রেন নিয়ে রাশিয়ার দাবি পূরণ করতে পারব না। রাশিয়া ইউক্রেনের সীমানা থেকে সেনা প্রত্যাহার করেনি তাই এখানে সংঘাতের ঝুঁকি রয়ে গেছে।’

পূর্ব ইউক্রেইনের দনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ক থেকে প্রায় ৭ লাখ মানুষকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষনা করছে রাশিয়ার সমর্থনপুষ্ট বি”িছন্নতাবাদীরা।

ইতোমধ্যেই ইউক্রেইনের বি”িছন্ন ওই অংশ দুটি থেকে বাসে করে বেসামরিক সরিয়ে নেওয়া শুরু করেছে তারা।

স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্রী’ দোনেস্ক ও লুহানস্ক শুক্রবার ওই পরিকল্পনা ঘোষণা করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। এই ঘোষণায় বলা হয়েছে, প্রথমে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হবে।

কোনো তথ্য প্রমাণ হাজির না করে দোনেস্কর বি”িছন্নতাবাদী নেতা ডেনিশ পুশিলিন বলেছেন, ইউক্রেইন শিগগিরই এই দুই অঞ্চলে হামলা চালাবে এবং হামলা মোকাবেলায় তারা প্র¯‘তি নি”েছন।লুহানস্কের বি”িছন্নতাবাদী নেতারাও বলেছেন, হামলা পরিকল্পনার অংশ হিসেবেই ইউক্রেইন গোলা ছোড়া বাড়িয়ে দিয়েছে।

রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন হামলার চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তদারকিতে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া। রাশিয়া শনিবার এই মহড়া শুরু হয়েছে এবং পুতিন ক্রেমলিনে বসে মহড়া তদারকি করছেন।

ওয়াশিংটন বলছে, ইউক্রেন সীমান্তের কাছে জড়ো হওয়া রাশিয়ান সেনারা আগ্রাসন চালাতে প্র¯‘ত হয়ে আছে। যে কোনো সময়ই সেনাদের হামলার নির্দেশ দিতে পারেন পুতিন।

ইউক্রেইন ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেইনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সামরিক প্রস্তুতির নেওয়ার ঘোষণা দিয়েছে।

আল-জাজিরা থেকে অনূদিত