logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২২ ২০:০১
দলীয় প্যাডে ‘খালেদা জিয়া অমর হোক’, মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি

দলীয় প্যাডে ‘খালেদা জিয়া অমর হোক’, মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশটি ইউনিয়ন বিএনপির প্যাডে দলের চেয়ারপারসন ‘খালেদা জিয়া অমর হোক’ স্লোগান সংযুক্ত করায় থানা বিএনপির দুই নেতার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-গ অঞ্চল আদালতে মামলাটি করেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল রানা।

মামলায় আসামি করা হয়েছে সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশারফ হোসেনকে।

মামলার বাদী রাসেল রানা বলেন, ‘সোনারগাঁ থানার ১০টি ইউনিয়নে বিএনপির নবগঠিত কমিটির প্যাডে “খালেদা জিয়া অমর হোক” স্লোগান সংযুক্ত করে প্যাড ছাপানো হয়েছে। যা চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত হিসেবে ঘোষণার শামিল। এটি একটি অমার্জনীয় ভুল ও অপরাধ। কারণ কোনো জীবিত মানুষের ক্ষেত্রে “অমর” শব্দ ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরো বলেন, ‘গত শুক্রবার ১৮ ফেব্রুয়ারি রাতে ওই ইউনিট কমিটিগুলোর অনুমোদন দেন থানা বিএনপির “বিতর্কিত” কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশারফ হোসেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্টসহ জাতীয়তাবাদী দলের শক্তিকে অপমান করা হয়েছে।’ তাই এ ঘটনায় যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশসহ আদালতে মামলা করেছেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী আবদুর রহিম বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালত মামলা গ্রহণ করে আমলে নিয়েছেন। একই সঙ্গে তদন্ত করে পরবর্তী শুনানির তারিখ ২১ মার্চের আগে প্রতিবেদন দাখিল করতে সোনারগাঁ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।‘

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দশটি ইউনিয়নে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কমিটি ঘোষণা করার আগেই কে বা কারা যড়যন্ত্র করে কম্পিউটারের দোকান থেকে কাজ নিয়ে তা ছড়িয়ে দিয়েছে।’

তার বিরুদ্ধে যুবদল নেতার মামলার বিষয়ে জানতে চাইলে আজহারুল বলেন, ‘যেহেতু মামলা হয়েছে সেহেতু আইনিভাবে জবাব দেয়া হবে। ‘ এটি একটি যড়যন্ত্রও বলে দাবি করেন তিনি।