logo
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৩৫
শেষ ম্যাচেও হারলো ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া ডেস্ক

শেষ ম্যাচেও হারলো ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হেরে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। রোববার কলকাতায় ১৭ রানে জয় পেয়েছে স্বাগতিক ভারত। আর তাতেই তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াইশ হয়েছে সফরকারীরা। ৫ উইকেটে ভারতের করা ১৮৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করে।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে নামা ভারতের শুরুটা ভালো ছিল না। কিন্তু মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ভারত নির্ভরযোগ্য সংগ্রহ পেয়ে যায়। সূর্যকুমারের ব্যাটিংটা যথেষ্ট দ্রুতগতিরও ছিল। তার সঙ্গে ভেঙ্কটেশ আইয়েরের ব্যাটিংও যথেষ্ট টর্নেডো গতির ছিল।

মূলত পঞ্চম উইকেটে সূর্যকুমার ও ভেঙ্কশে আইয়েরের দায়িত্বশীল ব্যাটিংই ভারতকে শুধু শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছিল তা নয়। তাদের ব্যাটিং দ্রুতগতি রান সমৃদ্ধ হয়েছে। সূর্যকুমার ৬৫ রান করেন। ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছিলেন তিনি। ৩১ বলে সাজানো তার ইনিংসে সাতটি ওভার বাউন্ডারি ছিল। অন্যদিকে ভেঙ্কটেশ ১৯ বলে ৩৫ রান করেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল যাচ্ছেতাই। ২৬ রানে তারা দুই ওপেনার হারায়। তবে ওয়ানডে ডাউন ব্যাটার নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফিরিয়ে আনে। তৃতীয় উইকেটে রভম্যান পাওয়েলের সঙ্গে জুটি বেঁধে ৪৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৬১ রান করেন। অন্যদিকে পাওয়েল ১৪ বলে ২৫ রান করেন। তবে তাদের এ লড়াই জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।