logo
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২২ ২১:১৬
শহীদ দিবসে মানিকগঞ্জে হাফ ম্যারাথন
মানিকগঞ্জ প্রতিনিধি

শহীদ দিবসে মানিকগঞ্জে হাফ ম্যারাথন

হাফ ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদেরা

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হয়েছে 'একুশে একুশ হাফ ম্যারাথন' প্রতিযোগীতা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) পরিবেশবাদী সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’র আয়োজনে তিনটি বিভাগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

হাফ ম্যারাথনের উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

এ সময় ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’র সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক ওয়াহিদুর রহমান, মুখপাত্র পলাশ সূত্রধর, আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল।

ম্যারাথন দৌড় শুরু হয় হরিরামপুর উপজেলা চত্বর থেকে। ২১ কিলোমিটারের হাফ ম্যারাথনের দৌড়বিদেরা চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিয়াবাড়ি বাজার, ঝিটকা বাজার হয়ে কলতা, বাঠইমুড়ি, বেউথা হয়ে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যান।

অন্যদিকে সাত কিলোমিটার ও ১৪ কিলোমিটারের হাফ ম্যারাথনের দৌড়বিদরা একই সড়ক ধরে কদমতলা এবং কলতা বাজার পর্যন্ত যান।

হাফ ম্যারাথনের আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল বলেন, আজকের এই হাফ ম্যারাথনে দেশের বিভিন্ন জেলার শতাধিক নারী ও পুরুষ অংশ নিয়েছেন। সুন্দরভাবে ম্যারাথন শেষ করতে পেরে আমাদের ভালো লাগছে।

‘সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতেই এই আয়োজন’, যোগ করেন তিনি।

দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল তুলে দেয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পরিচালক ড. ফারুক হোসেন, সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।