logo
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০৬:৪৮
টি-টোয়েন্টি দলে বিপিএল মাতানো মুনিম
ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি দলে বিপিএল মাতানো মুনিম

সাকিব আল হাসানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের খেলা তিনটি সিরিজের পর সাবেক এ অধিনায়ক দলে ফিরেছেন। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সর্র্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। সাকিবের পাশাপাশি দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুইজনের কেউ পাকিস্তানের বিপক্ষে দলে ছিলেন না।

তবে দলের চমক হচ্ছেন মুনিম শাহরিয়ার। বিপিএল চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, শামীম হোসেন, আমিনুল ইসলাম ও আকবর আলী। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনী নান্নু জানিয়েছেন, শামীম হোসেন ও নুরুল হাসান এখনও দলের অংশ হতে পারেন। তিনি বলেন, ‘আমাদের টি-২০ দলে একটা স্থায়িত্ব দরকার। সে পরিকল্পনা অনুযায়ী শামীম হোসেন ও নুরুল হাসান আমাদের পরিকল্পনার বাইরে নয়। আমরা তাদের ওপর নজর রাখবো। আমরা মুনিম শাহরিয়ারের ওপর অনেক দিন থেকে নজরদারি করছিলাম। তারই অংশ হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে।’

মুশফিকুর রহিম ও লিটন দাসের দলে ফেরাটা ছিল প্রত্যাশি। এ দুজন ফেরাতে আকবর তার জায়গা হারিয়েছেন। তবে ২৩ বছর বয়সী মুনিমের দলে সুযোগ পাওয়াটা একটা চমকই বটে। বিপিএলে বরিশালের হয়ে খেলা এ ব্যাটার ওপেনিংয়ে সাহসী ভূমিকা রেখেছেন। ছয় ম্যাচের মধ্যে অন্তত চার ম্যাচে তিনি দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন।

আগামী ৩ মার্চ ঢাকায় টি-২০ সিরিজ শুরু হবে। দুই ম্যাচের এ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৫ মার্চ অনুষ্ঠিত হবে।

দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাইম।

দলে এসেছেন: লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বাদ পড়েছেন: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, শামীম হোসেন, আমিনুল ইসলাম ও আকবর আলী।