জাতীয় দলে নেই আগুয়েরো। তারপরও কাতার বিশ্বকাপে দেখা যেতে পারে আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোকে। খেলোয়াড় হিসেবে নয়, কর্মকর্তা হিসেবে। তবে তিনি বিশ্বকাপের সময় কোন দায়িত্বে থাকবেন সে ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সাবেক এ স্ট্রাইকার সোমবার এ তথ্য জানিয়েছেন।
হঠাৎ করেই মাঠের ফুটবল থেকে সরে যেতে হয়েছে আগুয়েরোকে। গত ৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তার হার্টের দূর্বল অবস্থা ধরা পড়ে। এ কারণেই তাকে ফুটবল মাঠ থেকে সরে যেতে হয়েছে। এখন তিনি মাঠে নয়, মাঠের বাইরে থেকে ফুটবলের জন্য কাজ করে যেতে চান।
কাতার বিশ্বকাপে যাওয়ার ইচ্ছার কথা আগেই কোচ স্ক্যালোনিকে জানিয়েছিলেন আগুয়েরো। তারপর তিনি সোমবার এএফএ প্রেসিডেন্ট ক্লদিও’র সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাত শেষে এক টেলিভিশন সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। তবে বিশ্বকাপে আমার ভূমিকা কি হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রেসিডেন্টের সঙ্গে আমার ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আমাকে দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলেছেন। আলোচনা করেই দলে আমার ভূমিকা নির্ধারণ করা হবে। একই সঙ্গে ফুটবল ড্র অনুষ্ঠানেও আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী সপ্তাহে এ ব্যাপারে সবকিছু চূড়ান্ত হবে।’
আগুয়েরো আরও বলেন, খেলোয়াড়দের সঙ্গে থাকাই আমার ইচ্ছা। আমি সেখানে খেলোয়াড়দের সঙ্গে থাকবো। তাদের সঙ্গে আমার সম্পর্কটাও ভালো। আমি তাদের কাছাকাছি থাকতে চাই। তাদের সঙ্গে আনন্দ করতে চাই এবং তাদের ওপর থেকে মানসিক চাপ দূর করার কাজ করতে চাই।’
আগুয়েরো আরও বলেন, ‘যেখানে থেকে জাতীয় দলকে সাহায্য করা যায় আমি এমন একটা কাজ করতে চাই। আমার অবসরের বয়স বেশি হয়নি। তবে এরই মধ্যে বেশ কয়েকটা কাজের প্রস্তাব আমি পেয়েছি। আমি এখনই কাজে নেমে পড়তে চাই। খেলোয়াড় থাকাবস্থায় যে কাজগুলো করতে পারিনি তা এখন করতে চাই।’
নিজের অসুস্থতা সম্পর্কে আগুয়েরো বলেন, ‘আমি শরীরে একটা চিপ বসানো রয়েছে। আমার হার্টের অবস্থা সম্পর্কে সেখান থেকে ডাক্তার জানতে পারে।’
ম্যানচেস্টার সিটির সাবেক এ তারকা বার্সেলোনাতে যোগ দেওয়ার কয়েকদিন পরেই তার অসুস্থতা ধরা পড়ে। জাতীয় দলের হয়ে তিনি ২০২১ সালে কোপা আমেরিকা জয় করেছেন। দুইবার অনুর্ধ্ব-২০ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয়েছেন। সাত বছর পর একই মাঠে তিনি ব্রাজিলকে হারিয়ে জেতেন কোপা আমেরিকা।
আর্জেন্টিনা এরই মধ্যে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। বাছাই পর্বে এখনও অপরাজিত সাবেক চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের একাধিক ম্যাচ খেলেছেন আগুয়েরো। এখন সবকিছু ঠিক থাকলে কর্মকর্তা হয়ে কাতার বিশ্বকাপে যাবেন সদ্য সাবেক হওয়া এ তারকা।